বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে রছেয়ে অসংখ্য নদ-নদী। পদ্মা, মেঘনা,যমুনা, সুরমা, ধলেশ্বরী ইত্যাদি অসংখ্য নদী। তেমনি মধুমতি বাংলাদেশর একটি অন্যতম পদ্মার শাখা নদী। আলফাডাঙ্গা উপজেলা দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। এই নদী পথে ( গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইনের লৌহাগড়া, মুহাম্মাদপুর সহ বিভিন্ন জেলা-উপজেলার) সাথে আলফাডাঙ্গা উপজেলা যোগাযোগ ব্যবস্থা ও ব্যবস্য বাণিজ্যের অন্যমত মাধ্যম হিসাবে গড়ে উঠেছে। এই মধুমতি নদীর মাধ্যমে অত্র উপজেলার মৎসের অন্যতম যোগান হিসাবে কাজ করে থাকে। এই মধুমতি নদীই অত্র অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম চালিকা শক্তি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস