Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মধুমতি নদী
বিস্তারিত

 

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে রছেয়ে অসংখ্য নদ-নদী। পদ্মা, মেঘনা,যমুনা, সুরমা, ধলেশ্বরী ইত্যাদি অসংখ্য নদী। তেমনি মধুমতি বাংলাদেশর একটি অন্যতম পদ্মার শাখা নদী। আলফাডাঙ্গা উপজেলা দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। এই নদী পথে ( গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইনের লৌহাগড়া, মুহাম্মাদপুর সহ বিভিন্ন জেলা-উপজেলার)  সাথে আলফাডাঙ্গা উপজেলা যোগাযোগ ব্যবস্থা ও ব্যবস্য বাণিজ্যের অন্যমত মাধ্যম হিসাবে গড়ে উঠেছে। এই মধুমতি নদীর মাধ্যমে অত্র উপজেলার মৎসের অন্যতম যোগান হিসাবে কাজ করে থাকে। এই মধুমতি নদীই অত্র অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম চালিকা শক্তি।